8194460 একদিনে মৃত্যু ১৬ জনের, নতুন শনাক্ত ৯৩০ - OrthosSongbad Archive

একদিনে মৃত্যু ১৬ জনের, নতুন শনাক্ত ৯৩০

একদিনে মৃত্যু ১৬ জনের, নতুন শনাক্ত ৯৩০
দেশে গত একদিনে করোনা সংক্রমিত ৯৩০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ২০ হাজার ৯৯৫ জন রোগী শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা হলো ৩১৪।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার দেশে করোনা সংক্রমিত ১ হাজার ২০২ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। আর মারা গিয়েছিলেন ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন (ঢাকা মহানগরে ৭ জন), চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ২ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২ জনের করোনা পরীক্ষা করা হয়।

দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হলেও আজ শনিবার ৩৩টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, অন্য ল্যাবগুলো পরীক্ষার ফলাফল পাঠায়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা