ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪ জন

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন; এ সময়ে মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।


এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬২৪ জন ভর্তি হন।


শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৭ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৮৫।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন; তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছরই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ৬ জনের
সপ্তাহে ২ দিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ফের বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত ৪ শিশু
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর