ইবির শেখ হাসিনা হলে ফুল ছিঁড়লে সিট বাতিল

ইবির শেখ হাসিনা হলে ফুল ছিঁড়লে সিট বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ ফুল ছেড়া নিষেধ, ফুল ছিঁড়লে সিট বাতিল করা হবে এমনই আদেশ দিয়েছে। এতে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত হলটির ফুলের বাগানের বিভিন্ন জায়গায় একাধিক প্ল্যাকার্ডে এ সতর্কবানী সাঁটানো হয়েছে।


এবিষয়ে আবাসিক শিক্ষার্থীরা জানান, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা মোটেও উচিত নয়। হল প্রশাসনের উচিত ছিলো শিক্ষার্থীদের ডেকে সচেতন করা। তারপর ও না মানলে তখন এমন ব্যবস্থা নেয়া উচিত ছিলো।


আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু আমি একজন যদি ফুল ছেড়া শুরু করি তাহলে আমাকে দেখে আরেকজন উৎসাহিত হবে। এভাবে সবাই যদি ফুল ছিড়তে শুরু করে তবে সৌন্দর্য আর থাকবে না। এদিক বিবেচনায় সিদ্ধান্তটি ঠিক আছে। সাধারণভাবে বললে শিক্ষার্থীরা একটি গ্রাহ্য করে না তাই শিক্ষার্থীরা যাতে এটি গুরুত্ব সহকারে মেনে চলে। তবে সিট বাতিল করার বিষয়টি লঘু পাপে গুরু দন্ডের ন্যায়।


এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, সিট বাতিল করা হবে বলা থাকলেও আসলে ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে ফেলে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এমন সতর্কতা দেয়া হয়েছে। অতীতেও এমন করা হয়েছে আমি তো কিছুদিন ধরে দায়িত্বে এসেছি। আমি জানতাম না ব্যানারে এভাবে উল্লেখ করা হয়েছে। পরে যখন জেনেছি তখনই ব্যানারগুলো অপসারণের নির্দেশ দিয়েছি। আমি হলের কর্মকর্তাদের ফুল ছিড়ার ব্যাপারে ব্যানার টাংগাতে বলেছিলাম তারা যে এতোটা কঠোর ভাবে করবে ভাবিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি