ভিয়েতনামে অর্থমূল্যে কফি রফতানি বেড়েছে দ্বিগুণ

ভিয়েতনামে অর্থমূল্যে কফি রফতানি বেড়েছে দ্বিগুণ

ঊর্ধ্বমুখী দামের কারণে চলতি বছরের প্রথম মাসে অর্থমূল্যে ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে দ্বিগুণ। সেইসঙ্গে রফতানির পরিমাণও বেড়েছে লক্ষণীয় মাত্রায়। দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য মতে, জানুয়ারিতে ভিয়েতনাম ২ লাখ ৩০ হাজার টন কফি রফতানি করেছে। পরিমাণের দিক থেকে রফতানি ৬১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অর্থমূল্যে রফতানি হয়েছে ৬২ কোটি ৩০ লাখ ডলারের কফি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০০ দশমিক ৩ শতাংশ বেশি।


ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক ও রফতানিকারক। গত মাসে দেশটিতে পানীয় পণ্যটির বাণিজ্য কার্যক্রম চাঙ্গা হয়ে ওঠে। চন্দ্রবর্ষের ছুটি শুরুর আগেই রফতানির জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীরা বাগান মালিকদের থেকে বিপুল পরিমাণে কফি কিনেছেন। বাড়তি চাহিদার কারণে এ সময় দামও বেড়ে যায়।


গত বছরের শেষ দিক থেকেই সেন্ট্রাল হাইল্যান্ডের প্রদেশগুলোয় অব্যাহত বাড়ছে কফির গড় দাম। ওই সময় কিছু অঞ্চলে প্রতি কেজির মূল্য উঠেছিল ৭৮ হাজার ২০০ থেকে ৭৯ হাজার ৪০০ ডংয়ে। বর্তমানেও বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে। শিগগিরই প্রতি কেজি কফির দাম ৮০ হাজার ডংয়ে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না