মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প ‘মুফৎ বিজলি ইয়োজানা’ বা ‘বিনা পয়সায় বিদ্যুৎপ্রাপ্তি’র আওতায় এই আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। প্যানেল স্থাপনের পর প্রতি মাসে বিদ্যুতের যে উৎপাদন হবে, তা থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা পয়সায় ব্যবহার করতে পারবে প্রতিটি পরিবার। তারপর যে পরিমাণ বিদ্যুৎ থাকবে সেটির ওপর কর দিতে হবে। তবে সেই করের পরিমাণও অল্প।
গত ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রকল্পটির তহবিলের পরিমাণ ৭৫ হাজার ২১ কোটি রুপি। সেই তহবিল থেকেই প্রদান করা হবে অর্থ।
সংবাদ সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে তিনটি উদ্দেশ্য পূরণ হবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার। প্রথমত- এক কোটি পরিবার বিনা পয়সায় বিদ্যুৎ পরিষেবা ভোগ করবে, দ্বিতীয়ত- ভারতে বিদ্যুৎ প্যানেল ও সোলার এনার্জি সংক্রান্ত বিভিন্ন উপাদানের অভ্যন্তরীণ উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং তৃতীয়ত- সোলার প্যানেল সরঞ্জাম উৎপাদন, সরবরাহ, ইনস্টলেশন, অপারেশন, রক্ষণাবেক্ষন, বিপণন প্রভৃতি খাতে দেশজুড়ে ১৭ লাখেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
অর্থসংবাদ/এমআই