আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ওই ভবনের সামনে তিনি এ কথা জানান।
মাইন উদ্দিন বলেন, ওই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল। রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এর আগে এই ভবন মালিককে তিন বার নোটিশও দিয়েছিল ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের সময় মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন, সেখানে কোনো জানালা ছিল না বলেও উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
তিনি আরও জানান, ভবনটির নিচতলার একটি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
অর্থসংবাদ/এমআই