তিনি বলেন, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আমাদের কাজ চলছে। কোনো কারণে তা সম্ভব না হলে, আগামী মাসের শুরুতে ফল প্রকাশ করা হবে।
বর্তমানে বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন বলেও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪তম বিসিএসে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখা শেষ। এখন কিছু বেশি খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক। এ প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে।
এর আগে ২০২২ সালের ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী।
অর্থসংবাদ/এমআই