8194460 সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়েছে পরিবহন-আবাসনে, কমেছে স্বাস্থ্য-শিক্ষায় - OrthosSongbad Archive

সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়েছে পরিবহন-আবাসনে, কমেছে স্বাস্থ্য-শিক্ষায়

সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়েছে পরিবহন-আবাসনে, কমেছে স্বাস্থ্য-শিক্ষায়

প্রায় ৬ দশমিক ৮৪ শতাংশ বরাদ্দ কমিয়ে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। এই সংশোধনে কিছু খাত আগের অর্থবছরের চেয়ে কম বরাদ্দ পেয়েছে, আবার কিছু খাতে বরাদ্দ বেড়েছে।


আজ মঙ্গলবার (১২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ১ হাজার ৪৮৮টি প্রকল্পে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৫ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া বৈদেশিক সহায়তা থেকে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বা ৩৪ দশমিক ০৮ শতাংশ।


মূল এডিপির তুলনায় সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৮৪ শতাংশ।


এতে পরিবহন ও যোগাযোগ খাতে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ ((২৫ দশমিক ৮২ শতাংশ), তারপরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।


সে তুলনায়, মোট বরাদ্দের ৭ দশমিক ০৩ শতাংশ দেওয়া হয়েছে শিক্ষা, এবং ৫ দশমিক ৮৩ শতাংশ দেওয়া হয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়।


গত অর্থবছরের তুলনায়, এবারের সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ, আবাসন, পরিবেশ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতগুলোর বরাদ্দ বেড়েছে। কিন্তু, তা কমেছে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নের মতো খাতগুলোতে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা