8194460 আধাবেলা বাস চলাচল বন্ধ আজ - OrthosSongbad Archive

আধাবেলা বাস চলাচল বন্ধ আজ

আধাবেলা বাস চলাচল বন্ধ আজ

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। এ উপলক্ষে আজ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিবহন শ্রমিকেরাও দিবসটি পালন করছে। ফলে ঢাকা থেকে আন্তজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো প্রায় বন্ধ রয়েছে। ঢাকার ভেতর চলা গণপরিবহনের সংখ্যাও কম। তবে মেট্রোরেল যথারীতি চালু রয়েছে।


গতকাল মঙ্গলবার রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং দূরপাল্লা রুটে চলাচল করা বাস চালকদের সাথে কথা বলে বিষয়টি জানা গেছে। তারা জানিয়েছে, মে দিবসে নানা কর্মসূচি আছে। সেসব কর্মসূচিতে যুক্ত হতে হবে বলেই বাস চালানো যাচ্ছে না। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে।


এ বিষয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের পরিচালক আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা পর্যন্ত বাস ছেড়ে গেছে। তারপর থেকে বন্ধ রয়েছে। দুপুরের পর আবারও চালু হবে। দিবসটি পালনে নেতাদের অনুরোধে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেসের মানিকনগর কাউন্টারের ম্যানেজার আবদুর রবও একই কথা জানিয়েছেন।


সায়েদাবাদ বাস টার্মিনালের বনফুল কাউন্টারের ম্যানেজার আশরাফুল আলম জানান, সকাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। মে দিবস উপলক্ষে দুপুর ১২ টা পর্যন্ত দূর পাল্লার পরিবহন বন্ধ থাকবে। ১২ টার পর থেকে চালু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা