বিমানবন্দরটির পরিচালক সি পাত্তাভি বলেন, কলকাতাসহ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কী হতে পারে, তা নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে রোববার দুপুর ১২টা থেকে পরের দিন সোমবার সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। কলকাতায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কলকাতা বন্দর আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা যাবতীয় কার্গো ও কনটেইনার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।
এমআই