8194460 ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী - OrthosSongbad Archive

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।


মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।


প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর এর চার মাসের মধ্যেই সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেলেন তিনি।


উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মির রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।


‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি’ এবং ‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’র সাবেক এই কর্মকর্তা অতীতে ‘ডেপুটি চিফ অব আর্মি স্টাফ’ এবং ‘ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রি’র মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।


এদিকে বিদায়ী সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের চাকরির মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছিল। মূলত লোকসভা ভোটের জন্য তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি পায়। আগামী ৩০ জুন তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হলো।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না