হিলিতে পেঁয়াজের দাম ফের ঊর্ধ্বমুখী

হিলিতে পেঁয়াজের দাম ফের ঊর্ধ্বমুখী
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ঈদের পর পেঁয়াজের দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের মতে, বাজারে সরবরাহ কম থাকায় এ অঞ্চলে পেঁয়াজের দাম বাড়ছে।

একদিন আগেও হিলিতে দেশী পেঁয়াজের দাম ছিল কেজিতে ৮০ টাকা। গতকাল তা বেড়ে পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে আমদানীকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। একদিন আগেও আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজিতে ৭০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা।

এদিকে গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, সেখানে দেশী পেঁয়াজের প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও পেঁয়াজের দাম বাড়ছে। তবে হিলির বাজারগুলোয় আমদানীকৃত পেঁয়াজের সরবরাহ ঘাটতি রয়েছে।

পেঁয়াজ ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ঈদের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আটদিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ সময় দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তাই বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম। ফলে দেশী পেঁয়াজের ওপর চাপ বাড়ায় মোকামগুলোয় পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

তিনি বলেন, বর্তমানে মোকামে পেঁয়াজের দাম মণপ্রতি ৩ হাজার ৩০০ টাকা। আর মোকাম থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ কিনতে হচ্ছে কেজিতে ৮২ টাকা ৫০ পয়সায়। পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যবসায়ীরা তা বাজারে বিক্রি করছেন কেজিতে ৯০ টাকায়।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান