8194460 নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ - OrthosSongbad Archive

নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ

নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাগাতিপাড়া সার্ভিস সেন্টারের আয়োজনে মৃত্যু দাবি চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। সঞ্চালনা করেন কোম্পানির ডিএমডি সাংবাদিক আব্দুল মজিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির বাগাতিপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন। আর


আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নূরুজ্জামান বলেন, মানবতার কল্যাণে বীমায় চাকরি করা প্রয়োজন। বীমায় কাজ করলে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে জেনিথ লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেনিথ লাইফে কোনো দাবি মুলতবি থাকে না।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া ইউনিয়ন আমির মাওলানা মো. শফিউল ইসলাম, বিএনপির বাগাতিপাড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ, আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাজেদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।


অনুষ্ঠানে প্রয়াত জুলফিকার আলীর নমিনি মাহফুজা বেগমের হাতে এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।


উল্লেখ্য, গ্রাহক জুলফিকার আলী বার হাজার টাকার বার্ষিক একটি কিস্তি দিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বীমা খাতের উন্নয়ন ও মানবসেবায় বীমা কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ