8194460 আইএলএ'র তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম - OrthosSongbad Archive

আইএলএ'র তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

আইএলএ'র তালিকায় বাংলাদেশি জহিরুল ইসলাম

ইন্টারন্যাশনাল লিটারেসি অ্যাসোসিয়েশন (আইএলএ) সম্প্রতি ২০২৫ সালের গ্লোবাল ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকা প্রকাশ করে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামকে মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করেছে।


পুরস্কারটি শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখা নেতাদের স্বীকৃতিতে দেওয়া হয়। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের নেতৃত্বে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও জীবিকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন জহিরুল ইসলাম।


আইএলএ থার্টি আন্ডার থার্টি প্রোগ্রাম এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয় যারা শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন । ১৩টি দেশের মধ্যে থেকে প্রায় ৩০ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকার সদস্যরা শিক্ষা খাতে বিশেষ পরিবর্তন আনাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিতের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।


মুহাম্মদ জহিরুল পরিচালিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন (আজিএফ) ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি শিক্ষা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে।


প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র পরিবারগুলোকে টেকসই আয়ের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ ও সম্পদ দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগের সময়ে সাড়াদান ইত্যাদি কাজ করে থাকে।


আইজএফ এবং এর প্রতিষ্ঠাতা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ডায়ানা অ্যাওয়ার্ড, দ্য হিরো অ্যাওয়ার্ড, জাতিসংঘের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী গ্রুপ পুরস্কার এবং ভিএসও বেস্ট ভলান্টিয়ার গ্রুপ অ্যাওয়ার্ড।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি