8194460 রোজায় কেমন থাকতে পারে আবহাওয়া? - OrthosSongbad Archive

রোজায় কেমন থাকতে পারে আবহাওয়া?

রোজায় কেমন থাকতে পারে আবহাওয়া?
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসেবে গত বছরের মতো এবারও গরমের মাসে শুরু হচ্ছে রোজা। ক্যালেন্ডার অনুযায়ী, দেশে মার্চ মাস থেকেই শুরু হয় গরম। এপ্রিলে গিয়ে তা চূড়ায় ওঠে।

আর মে মাসে আবার কমতে শুরু করে। আর জুনে শুরু হয় বর্ষাকাল।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, শুরু হওয়া মার্চ মাসে গরমের সাথে কাল বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মার্চে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম থাকতে পারে।

এই মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

মার্চে দেশের বেশির ভাগ জায়গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবাহাওয়াবিদরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও