8194460 শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপ - OrthosSongbad Archive

শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপ

শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপ

শীর্ষন্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান সিটি গ্রুপের সহায়তায় দেশের প্রথম শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ মাধ্যম চালু করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি সই করেছে।


‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’-এ বিনিয়োগকারীরা আকর্ষণীয় রিটার্নে বিনিয়োগ করতে পারবেন। ইসলামী নিয়ম-নীতি পরিপালন করে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’-এর ইস্যুয়ার সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতি মেনে ইস্যুয়িং অ্যান্ড পেয়িং এজেন্ট (আইপিএ)-এর দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক পিএলসি।


যারা মূলত শরীয়াহ সম্মত উপায়ে স্বল্পমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই উদ্ভাবনী আর্থিক পণ্য এক অনন্য সুযোগ, যা তাদের নৈতিক বিনিয়োগ নিশ্চিত করবে এবং প্রতিযোগিতামূলক রিটার্ন প্রদান করবে।


প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান বলেন, সিটি গ্রুপের সঙ্গে দেশের প্রথম শরীয়াহ সম্মত স্বল্পমেয়াদি বিনিয়োগ পণ্য চালু করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি ইসলামী ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী চিন্তাধারা এবং বৈচিত্র্যময়, নৈতিক ও উচ্চ রিটার্ন ভিত্তিক বিনিয়োগ সুযোগ প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’ দেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত- উভয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য শরীয়াহভিত্তিক বিনিয়োগের বিকল্প হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করবে।


সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, বলেন, এই উদ্বোবনী বিনিয়োগ পণ্যটি চালু করতে প্রাইম ব্যাংককে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’ উদ্যোগটি আমাদের দায়িত্বশীল ব্যবসায়ীক অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং বিনিয়োগকারীদের নিরাপদ ও শরীয়াহ সম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।


প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আব্দুল্লাহ মুহাইমিন এবং সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স ও কমার্শিয়াল) তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজিদ রহমান; সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট) রেজাউদ্দিন আহমদ ও পরিচালক (ইমপোর্ট) খিজির হায়াত খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি