ঢাকায় বাড়ছে জনস্রোত, ফিরছে কর্মচাঞ্চল্য

ঢাকায় বাড়ছে জনস্রোত, ফিরছে কর্মচাঞ্চল্য

ঈদের আমেজ এখনও কাটেনি। তবে রাজধানী ঢাকায় ধীরে ধীরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। ঈদের ছুটি শেষে গ্রাম থেকে ফিরছে মানুষ, বাড়ছে কর্মব্যস্ততা।


সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত চলবে। কিন্তু অধিকাংশ বেসরকারি অফিস ইতোমধ্যে চালু হয়ে গেছে। ফলে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।


বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, এখনো কেউ কেউ ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন, তবে সংখ্যাটা খুবই কম। এর চেয়ে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা অনেক বেশি।


গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান জানান, এখন যাত্রী খুবই কম। ৮-১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। কিন্তু ঢাকামুখী প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ।


হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান বলেন, বাড়ি ফেরা যাত্রীর সংখ্যা এখন কমে গেছে। অধিকাংশ মানুষ ইতোমধ্যে বাড়ি চলে গেছে। বর্তমানে ঢাকায় ফেরা যাত্রীই বেশি।


এদিকে চাকরিজীবীদের ভাষ্য, সরকারি ছুটির মেয়াদ বেশি হলেও বেসরকারি অফিসের ছুটি ছিল কম। তাই ইচ্ছা থাকলেও বেশি দিন বাড়িতে থাকা সম্ভব হয়নি।


চাকরিজীবী অপু রহমান বলেন, আমার অফিসে চারদিনের ছুটি ছিল, পরে একদিন বাড়িয়ে নিই। এখন ছুটি শেষ, তাই ঢাকায় ফিরে এসেছি।


মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানিম আহমেদ বলেন, সরকারি ছুটি দীর্ঘ হলেও আমাদের অফিসে ছুটি ছিল মাত্র ৪-৫ দিন। তাই ফিরে আসতেই হয়েছে।


সাগর মাহমুদ নামের আরেক চাকরিজীবী বলেন, প্রতি ঈদেই বাড়ি যাই। এবারও গিয়েছিলাম। ইচ্ছা ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু অফিস শুরু হয়ে যাওয়ায় ফিরতে হয়েছে।


এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা