8194460 রুপার দাম বেড়েছে, কমেছে স্বর্ণ-তেলের - OrthosSongbad Archive

রুপার দাম বেড়েছে, কমেছে স্বর্ণ-তেলের

রুপার দাম বেড়েছে, কমেছে স্বর্ণ-তেলের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে দাম কমেছে স্বর্ণেরও। তবে বৃদ্ধি পেয়েছে রুপার দাম।

এর আগে, গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। স্বর্ণের দামও প্রায় অর্ধশতাংশ কমেছে। বিপরীতে রুপার দাম প্রায় অর্ধশতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাজারে সপ্তাহ শেষে তেলের দাম কমলেও শুরুর চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৫০ ডলারে উঠে যায়। এতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছে অপরিশোধিত তেলের দাম।

গত মঙ্গলবার বড় এ উত্থানের পরে পতনের মধ্যে পড়ে তেলের দাম। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার কিছুটা দাম বাড়লেও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা মেলেনি।

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরও সপ্তাহজুড়ে দাম হ্রাস পেয়েছে ১ দশমিক ৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ ডলারে।

তেলের পাশাপাশি দাম বৃদ্ধি পেয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। আর হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে হ্রাস পেয়েছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।

এর আগে, গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও আর এক দামি ধাতু রূপার দাম বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ২৫ দশমিক ৮৫ ডলারে উঠে আসে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর