8194460 কাতার ফেরত যাত্রী থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার - OrthosSongbad Archive

কাতার ফেরত যাত্রী থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

কাতার ফেরত যাত্রী থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ফেরত এক যাত্রীর কাছ থেকে তিন কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ স্বর্ণ আটক করেন।

কাস্টমস গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার বিমানবন্দর টিম নজরদারি বৃদ্ধি করে। মঙ্গলবার কাতার থেকে কিআর৬৩৮ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে আগত যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো ও তল্লাশি করা হয়।

নজরুল ইসলাম নামে একজন যাত্রীর গতিবিধি সন্দেহ হয়। তাকে সোনা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করেন। পরে তল্লাশি করে তার শরীরে লুকানো অবস্থায় ৩০টি সোনার বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার আটক করা হয়। যার ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, আনুমানিক মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চোরাচালান রোধে কাস্টমস গোয়েন্দা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান কাস্টমস গোয়েন্দার এই সহকারী পরিচালক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা