বিসিএস পরীক্ষায় স্বাস্থ্যবিধি নির্দেশনা জারি

বিসিএস পরীক্ষায় স্বাস্থ্যবিধি নির্দেশনা জারি
আগামী শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ দফা সংবলিত নির্দেশনা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হবে।

সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় বিসিএস প্রত্যাশী পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন সমাবেশও হয়েছে। এমন অবস্থায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অনড় পিএসসি। তবে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পন্ন করতে চায় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্মসচিব-ক্যাডার) নূর আহমদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা বলা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পিএসসির ১১ দফা স্বাস্থ্যবিধি নির্দেশনাগুলো তুলে ধরা হলো-

১. প্রতিটি পরীক্ষা হলে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৩. পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করতে নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

৪. প্রতিটি পরীক্ষা হলের নিয়ন্ত্রণ কক্ষে মাস্ক ও জীবাণুনাশক রাখতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ পুরো এলাকা জীবাণুমুক্ত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি পালনের বার্তা সংবলিত পোস্টার বা ফেস্টুন টানাতে হবে।

৭. অপেক্ষমান জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া যেতে পারে।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে হলে প্রবেশ করবেন। প্রয়োজনে গোল চিহ্নিত করে দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

১০. আসন ব্যবস্থায় দুজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

১১. পরীক্ষা হলের বাইরে অভিভাবকের সমাবেশ পরিহারসহ যেকোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি