8194460 ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন - OrthosSongbad Archive

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন
ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল’ নামকরণ বুধবার (১৭ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ ফলক উন্মোচন করেন।এর আগে ওই কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন তিনি। কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যাম শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ।

কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের কর্মসূচি গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে ছিল অ্যালামনাইদের সাথে অভ্যর্থনা কমিটির সাক্ষাৎ ও কিটস বিতরণ, বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা, জাতীয় পতাকা উত্তোলন, প্রতি ব্যাচের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দেয়া, অ্যালামনাইদের ব্যাচভিত্তিক আড্ডা, স্মৃতিচারণ ও সংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই এসোসিয়েশনের এজিএম ও কলেজ কর্তৃপক্ষের সাথে পরিচিতি, একক সংগীত সন্ধ্যা ও ব্যান্ড শো।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুযারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কলেজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর কাছে আবেদন করেন।গত ১২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ প্রস্তাবের অনুমোদন দেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি