8194460 আলু টমেটোর সালাদে তুলসীর তেল - OrthosSongbad Archive

আলু টমেটোর সালাদে তুলসীর তেল

আলু টমেটোর সালাদে তুলসীর তেল
সালাদ এমন একটা খাবার যেটা ছারা অনেকের খাবার অসম্পূর্ণ। এই ঈদুল ফিতরে সাধারণ এই সালাদটি আপনার ডায়েট চার্টে যোগ করে নিতে পারেন অনায়াসে। কারণ এতে উপস্থিত তুলসীর তেল আপনার ডায়েট কে করে তুলবে আরো স্বাস্থ্যকর।

চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন ভিন্নধর্মী এই সালাদ।

উপকরণ

পুদিনা পাতা- ২ কাপ

অলিভ অয়েল- ১৫০ মিলি

রসুন- ২ কোয়া

শুকনো পুদিনা পাতা + ধনিয়া পাতা গুড়ো- ১ টেবিল চামচ

ভাঁজা সর্ষে- ১ টেবিল চামচ

পেঁয়াজ- ১ টা

ভিনেগার- ১/৪ কাপ

চেরি টমেটো- ৩০০ গ্রাম

ছোট শসা- ১ টা

আলু- ৭০০ গ্রাম

ভাঁজা বাদাম- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

একটা পাত্রে পানি নিয়ে তাতে লবণ দিতে হবে। তাতে পুদিনা পাতাগুলোকে ১০ মিনিট ভাপিয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে চপ করে নিতে হবে।

আলাদা একটা পাত্রে রসুন, শুকনো পুদিনা, ধনিয়া পাতা, সর্ষে, পেঁয়াজ, ভিনেগার এবং ২ চা চামচ তুলসীর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর শসা এবং টমেটো তাতে নিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিতে হবে।

একটি সসপ্যানে পানি দিয়ে তাতে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ২০ থেকে ২৫ মিনিট ধরে মৃদু আঁচে সেদ্ধ করতে হবে। পানি ফেলে আলুগুলোকে ঠাণ্ডা করতে হবে।

ঠাণ্ডা আলুগুলোকে ভেঙ্গে সালাদের ড্রেসিঙয়ে দিতে হবে। আরো একটু তুলসীর তেল মিশিয়ে দিতে হবে।

পরিবেশনের সময় সালাদের উপরে বাদাম এবং অলিভ অয়েল ছিটিয়ে দিতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ