8194460 স্বাদ গন্ধ পাচ্ছেন না? দেখে নিন করোনা কিনা? - OrthosSongbad Archive

স্বাদ গন্ধ পাচ্ছেন না? দেখে নিন করোনা কিনা?

স্বাদ গন্ধ পাচ্ছেন না? দেখে নিন করোনা কিনা?
আপনার কি ‘এ্যানোসমিয়া’-র লক্ষণ দেখা যাচ্ছে? হঠাৎ করে দেখছেন, কোনও কিছুর গন্ধ পাচ্ছেন না? কিংবা ‘ডিসগেসিয়া’ হয়েছে? জিভে কোনও স্বাদ পাচ্ছেন না? যদি এই দুটো জিনিস হয়, একদম অবজ্ঞা করবেন না। সতর্ক হোন। ‘আইসোলেশন’-য়ে চলে যান। পরীক্ষা করে দেখে নিন, করোনার সংক্রমণ হয়েছে কিনা।
‘আমেরিকান একাডেমি অফ অটোল্যারিন্গলজি’-র ওয়েবসাইটে প্রকাশিত একটি সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে। ওয়েবসাইটটিতে দেয়া তথ্যে দেখা গেছে, এমনও দেখা গিয়েছে, অন্য কোনরকম উপসর্গ নেই, কিন্তু শুধু কোনও কিছুর গন্ধ পাচ্ছেন না, এমন রোগীকে পরীক্ষা করে কোভিড১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।
ওই একাডেমির পাশাপাশি ব্রিটেনের ইএনটি ডাক্তারদের সংগঠন 'ইএনটি ইউকে' র সাইটেও ‘এ্যানোসমিয়া’কে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গন্ধবোধ হারিয়ে ফেলার সঙ্গে বিশেষ ধরনের শ্বাস-সংক্রমণের কথা স্পষ্টভাবেই বলা হয়েছে সেখানেও।
বিশেষজ্ঞদের দাবি, চীন, দক্ষিণ কোরিয়া, জার্মানি আর ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের অনেকেই গন্ধবোধ হারিয়ে ফেলেছিলেন।
আপনি সময় থাকতেই তাই সচেতন থাকুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ