8194460 করোনা সতর্কতায় নিয়মিত ফোন পরিষ্কার করছেন তো? - OrthosSongbad Archive

করোনা সতর্কতায় নিয়মিত ফোন পরিষ্কার করছেন তো?

করোনা সতর্কতায় নিয়মিত ফোন পরিষ্কার করছেন তো?
করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। ফোন এখন আমাদের দৈনিক জীবনের আবশ্যক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই ফোন থেকে ছড়াতে পারে করোনা। কাঠ, ধাতব ও প্লাস্টিকে করোনাভাইরাস দুই থেকে নয় ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে। তাই বিশেষজ্ঞরা নিয়মিত ফোন পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন।

আপনি সারাদিন ফোন এমন সব জায়গায় রাখেন যেখান থেকে তার মধ্যে জীবাণু বাসা বাঁধতে পারে? ওষুধের দোকানে বা মুদিখানায় বিল মেটাতে গিয়ে হয়তো ফোন রাখলেন কাউন্টারের উপর, আর সেখান থেকে যে ভাইরাস বা ব্যাকটিরিয়ার অনুপ্রবেশ ঘটবে না তার গ্যারান্টি কে দেবে? তাই একান্ত ব্যক্তিগত জিনিসপত্রের জন্য নির্দিষ্ট ব্যবহারবিধি প্রয়োজন। তা ছাড়া নিজের ফোন অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার অভ্যেস থাকলেও সেটা বন্ধ করতে হবে।

কীভাবে ফোন পরিষ্কার করা উচিত?
বাইরে থেকে বাড়ি ফেরার পর ফোনের ব্যাক কভার খুলে ফেলুন। ধুয়ে নিন ভালো করে। গরম জলে ধুলে সধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ বেশিরভাগ ফোনের ব্যাক কভারই ওয়াশেবল প্লাস্টিক দিয়ে তৈরি হয়। ওয়াইপ দিয়ে মুছেও নিতে পারেন, তবে ফ্রন্ট কভার কাচের হলে কিন্তু ওয়াইপ চলবে না।

কান পরিষ্কার করার কিউ টিপ নিন, ফোনের প্রতিটি কোণ মুছে নিন তা দিয়ে। ইয়ারপিস, ফোনের নানা পোর্ট, স্পিকার গ্রিলের ক্ষেত্রে বিশেষ যত্ন নিন। এবার একটা নরম কাপড় দিয়ে খুব ভালো করে ফোনটা মুছে নিন।

আরও একটা রাস্তা অবশ্য আছে। খুব নরম একটা কাপড় সাবানজলে ডুবিয়ে নিংড়ে নিন। তার পর সেটা দিয়ে মুছে নিন ফোন। শুকনো হলে আবার কেসের মধ্যে ভরে রাখবেন। সাবান দিয়েই পরিষ্কার হবে, তবে ভালো করে শুকিয়ে নিয়ে তবেই কেসে ভরুন। সেই সঙ্গে ফোন সারাক্ষণ হাতে না রেখে ব্যাগে বা পকেটে রাখুন। প্রতিবার ব্যবহারের পর হাত জীবাণুমুক্ত করুন।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের স্বাভাবিক বিবেচনা থেকেই বুঝতে হবে যে দিনে কতবার ফোন আমরা স্পর্শ করছি।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম কিভিল বলেন, ‘আপনি হাত ধুতে পারেন, কিন্তু ফোন স্পর্শ করে মুখে হাত দিলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো