8194460 যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরত আনা হচ্ছে চার্টার্ড ফ্লাইটে - OrthosSongbad Archive

যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরত আনা হচ্ছে চার্টার্ড ফ্লাইটে

যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরত আনা হচ্ছে চার্টার্ড ফ্লাইটে
করোনায় যখন গোটা বিশ্ব প্রায় লকডাউন, তখন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার। একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ কথা জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার টেলিফোনে গণমাধ্যমকে বলেন, আমরা দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র ভ্রমণে এসে আটকা পড়া লোকজন দেশে ফিরতে চান কিনা। এখন পর্যন্ত দুইশ’র মতো বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

আটকে পড়াদের চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হবে জানিয়ে এই শামীম আহমেদ জানান, তাদেরকে ফেরানোর জন্য একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার করতে কাতার এয়ারওয়েজের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।

চার্টার্ড ফ্লাইটটি চূড়ান্ত হলে, যেসব বাংলাদেশি দেশে ফিরবেন,তাদেরকে নিজেদের খরচে দেশে ফিরতে হবে বলেও জানান দূতাবাসের এ কর্মকর্তা।

করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতোজন বাংলাদেশী মারা গেছেন এমন প্রশ্নের জবাবে শামীম আহমেদ বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকার তাদের পরিচয় প্রকাশ করে না। ফলে করোনায় আক্রান্ত হয়ে কতজন বাংলাদেশি মারা গেছেন কিংবা আক্রান্ত হয়েছেন তার সঠিক চিত্র দূতাবাসের কাছে নেই।

তবে বাংলাদেশ কমিউনিটির বরাত দিয়ে এ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১৬০-১৮০ জন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া দেশটিতে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা