8194460 অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পাবে ফ্রন্টলাইনাররা - OrthosSongbad Archive

অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পাবে ফ্রন্টলাইনাররা

করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসলে ফ্রন্টলাইনাররা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভ্যাকসিনের বিষয়ে বিশ্বে অন্য সব দেশের সাথে আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ে ফান্ড আছে। প্রয়োজনে অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন করবো। সবাই একবারে ভ্যাকসিন পাবে না তাই গ্রুপ করে ভাগ করেই ভ্যাকসিন দেওয়া হবে।

মন্ত্রী বলেন, কারা ভ্যাকসিন পাবে, সে নিয়ে ক্যাটাগরি ঠিক করা হচ্ছে। ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই যারা ফ্রন্টলাইনার তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। ডাক্তার, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুলের শিক্ষকরা অগ্রাধিকারের তালিকায় থাকবে।

জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে কিনা সেটা নির্ধারণ করা হয়নি। জনগণকে সেবা দিতে, করোনায় ঠিক কত টাকা ব্যয় হয়েছে, সেটা নির্ধারণ করা হচ্ছে। তবে ভ্যাকসিন এলেও তো সবাইকে রাতারাতি দিতে পারবো না। তাই নিয়ম মানতে হবে।

সেকেন্ড ওয়েভ নিয়ে প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েভের জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে। ডাক্তার-নার্সরা ট্রেইন্ড আছে। পিপিই পর্যাপ্ত আছে। যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আর মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো